
নিজস্ব প্রতিবেদন ঃ যাঁরা একটু খেলাধুলার খবর রাখেন তারাই নাম শুনেছেন বাংলার গর্ব মান্তু ঘোষের।এবারে অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের জীবনীর ওপর তৈরি হওয়া একটি অ্যালবাম রিলিজ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
সোমবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যালবামটি রিলিজ করেন মেয়র গৌতম দেব।
কিভাবে জীবনে সফল হলেন মান্তু ঘোষ। টেবিল টেনিস চর্চা তাঁর কিভাবে শুরু এইসবই সেই অ্যালবামে মেলে ধরা হয়েছে। এই অ্যালবামের মাধ্যমে খেলাধূলা বা টেবিল টেনিসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে আয়োজক সংস্থা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
