সারা বছর ধরেই এবার শিলিগুড়িতে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে গাছের গুরুত্বের কথা সকলেই উপলব্ধি করছেন।গাছের কোনো বিকল্প নেই। শিলিগুড়ি পুরসভাও বিষয়টি উপলব্ধি করে সারা বছর ধরেই বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করলো।
সবুজায়নের কথা মাথায় রেখে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ।শিলিগুড়ি সুর্যসেন পার্কের গায়েই পুরসভার জায়গাতেই বৃক্ষরোপণ করা হয় এদিন।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত, রামভজন মাহাতো, কমল আগরওয়াল, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্যরা। সেই অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বলেন, সারা বছর প শিলিগুড়ি পুরসভার তরফে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। এদিন সুর্যসেন পার্ক এলাকায় শতাধিক গাছের চারা রোপন করা হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —