
নিজস্ব প্রতিবেদন ঃ পবিত্র মহরমের প্রাক মুহুর্তে শিলিগুড়িতে কারবালা মহরম কমিটি রক্তদান শিবিরের আয়োজন করলো। কারবালা ময়দানে ওই শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার । রক্তদান শিবিরে প্রচুর মানুষ রক্ত দান করেন।শিলিগুড়ি
শহরে রক্তের সংকট মেটাতে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মহরমের আগে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন। শিলিগুড়ির কারবালা মহরম কমিটি শুক্রবার দুপুরে কারবালা ময়দানে ওই রক্তদান শিবিরের আয়োজন করে । এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটি। শিবির থেকে সংগৃহীত রক্ত পাঠানো হয় শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কে। রক্ত দানে অংশগ্রহনকারীরা বলেন,রক্তের কোনো জাত বা ধর্ম হয় না।রক্তের একটাই ধর্ম, তা হলো মাানবতা,মানুষ মানুষের জন্য।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–
