চা বাগানের গর্ভবতী দুঃস্থ এই মহিলার শেষমেষ হেল্থ কার্ড তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের বানারহাট থানার অধীন দেবপাড়া চা বাগানে এক গর্ভবতী মহিলা একেবারেই হতদরিদ্র। তার স্বামী ট্রাক চালক।মহিলার নাম নিতু নায়ক কৌশল।গর্ভবতী হলেও এই মহিলা অপুষ্টিতে ভুগছেন।অথচ সরকার থেকে এই ধরনের মহিলাদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনে পুষ্টিকর আয়রন ট্যাবলেট সহ অন্যান্য স্বাস্থ্য সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু নিতু নায়ক কৌশল গর্ভবতী এবং গরিব হলেও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের থেকে কোনো হেল্থ কার্ড পাচ্ছিল না।হেল্থ কার্ডের জন্য ঘোরাঘুরি করেও তা না পেয়ে বাড়িতেই হতাশ হয়ে বসেছিল। শেষমেষ ডুয়ার্সের নিউ হাসিমারা নিবাসী দিদি নম্বর ওয়ান খ্যাত সমাজসেবী শুক্লা দেবনাথ খবরটি পেয়ে বানারহাটের ওই চা বাগানে দৌড়ে যান।তিনি ওই হতদরিদ্র গর্ভবতী মহিলার হাতে ব্যক্তিগতভাবে কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে পুরো বিষয়টি নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। শুক্লা দেবনাথ বলেন, গর্ভবতী মহিলাদের জন্য সরকারের দেওয়া সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবেন গর্ভবতী একজন গরিব মহিলা?গর্ভাবস্থার এই সময় সরকার থেকে তাঁর বিশেষ ইঞ্জেকশন পাওয়ার কথা,কিন্তু কেন সে পায়নি? শেষে ওই মহিলাকে স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনে তাঁর স্বাস্থ্য কার্ড তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে বলে শুক্লা দেবনাথ জানিয়েছেন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-