মাতৃ দুগ্ধ পান করানোর জন্য বিশেষ কক্ষ

নিজস্ব প্রতিবেদন ঃ একজন শিশুর কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো মাতৃ দুগ্ধ। মায়ের দুধের মধ্যে এমন সব পুষ্টিকর খাদ্য উপাদান রয়েছে যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষজ্ঞ শিশু চিকিৎসকরা তাই বারবার শিশুকে কৌটার দুধ না খাইয়ে মাতৃ দুগ্ধ পানের ওপর জোর দিচ্ছেন । আর শিশুকে মাতৃদুগ্ধ পান করালে শুধু শিশুরই উপকার হয় না,মায়েরও অনেক উপকার হয়। তাই মা ও শিশু স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতি বছর আগস্ট মাসের শুরু থেকেই বিভিন্ন স্থানে মাতৃদুগ্ধ পান সপ্তাহ শুরু হয়।এই সময় মাতৃ দুগ্ধের গুরুত্বের ওপর আলোচনা হয় বিভিন্ন স্থানে। সেই হিসাবে আন্তর্জাতিক মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদ্যাপন শুরু করল মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি ট্যাবলো উদবোধন করা হয়। সেই ট্যাবলোর মাধ্যমে মাতৃ দুগ্ধ পান সপ্তাহের সূচনা করেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা। এরপর জেলা প্রশাসনিক ভবনে মাতৃ দুগ্ধ কর্ণারেরও উদ্বোধন করা হয়।
সেখানকার অঙ্গনওয়াড়ি সেলের জেলা প্রকল্প আধিকারিক অজয়কুমার বরুয়া বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এ-উপলক্ষ্যে একটি ট্যাবলোর সূচনা করা হয়েছে। জেলার প্রতিটি ব্লকে এরকম ট্যাবলো ঘুরে ঘুরে মাতৃ দুগ্ধ সচেতনতার ওপর প্রচার চালাবে। এরই সঙ্গে মঙ্গলবারই জেলা প্রশাসনিকভবনে একটি মাতৃদুগ্ধ পান কক্ষ করা হয়েছে। আপাতত এই কক্ষ সাতদিনের জন্য থাকছে। আগামী দিনে স্থায়ীভাবে এই মাতৃদুগ্ধ পান কক্ষ খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিস্তারিত নিচের লিঙ্কে —