
নিজস্ব প্রতিবেদনঃ ইতিবাচক সংবাদ মাধ্যম খবরের ঘন্টা সোস্যাল মিডিয়াতে যেমন রয়েছে তেমনই খবরের ঘন্টার পত্রিকা প্রকাশিত হয় সাত বছর ধরে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন রেজিস্ট্রার অফ নিউজপেপারস ফর ইন্ডিয়া বা R.N.I রেজিস্টার্ড একটি পত্রিকা হলো খবরের ঘন্টা। যার রেজিস্ট্রেশন নম্বর WBBEN/2015/69355 । ধারাবাহিকভাবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা। এমনকি করোনার সময়ও এই পত্রিকার প্রকাশনা অব্যাহত ছিলো। করোনার পর প্রিন্ট মিডিয়া যখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তখনও নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে এই পত্রিকা। এই পত্রিকার শুধু প্রিন্ট বা মুদ্রন সংখ্যাই নেই, পত্রিকার ডিজিটাল সংস্করণ খবরের ঘন্টা গুগল ওয়েবনিউজ পোর্টাল, ফেসবুক পেজ সহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট হয়। এবার থেকে সেই ডিজিটাল সংস্করণ রঙিন হিসাবে প্রকাশিত হচ্ছে, এতদিন ডিজিটাল সংস্করণ সাদা কালো হিসাবে প্রকাশিত হোত।কিন্তু এই পত্রিকা প্রকাশনা,ডিজিটাল সংস্করণ রঙিন করা,তার সঙ্গে বানিজ্যিক চিন্তা না করে সোস্যাল মিডিয়ায় সব খবর ইতিবাচক ভাবনা নিয়ে পোস্ট করা খুবই পরিশ্রমের। পরিকাঠামোর অনেক অভাব রয়েছে এই ক্ষুদ্র সংবাদ মাধ্যমের।রয়েছে অনেক সমস্যা। তবুও কিছু শুভানুধ্যায়ী মানুষের সহযোগিতায় সমাজ ও দেশের কথা চিন্তা করে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংবাদ মাধ্যম। শুরু থেকে এই পত্রিকার কম্পিউটার ডিজাইনিং করে আসছেন সঞ্জয় শা।খবরের ঘন্টা নিয়ে তিনি তাঁর কি অনুভূতি প্রকাশ করলেন,চলুন শোনা যাক —-
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
