ডাকঘর থেকে ভারতের জাতীয় পতাকা এবারও অনলাইনে

নিজস্ব প্রতিবেদন ঃ এবারেও ডাক বিভাগের মাধ্যমে পাওয়া যাচ্ছে দেশের জাতীয় পতাকা। ডাক বিভাগ থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ভারতের জাতীয় পতাকা মাত্র ২৫ টাকার বিনিময়ে। ২০২২ সাল থেকে স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই অভিযান ব্যাপক সাড়া পড়ে। শিলিগুড়ির মুখ্য ডাকঘর থেকে গত বছর প্রায় ২০ হাজারের বেশী জাতীয় পতাকা বিক্রি হয়েছিল গতবছর । এবছরও জাতীয় পতাকা বিক্রি শুরু হয়ে গিয়েছে।
গতবছরের মতো এবারও ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান সফল করতে ভারতীয় ডাক বিভাগের তরফে অনলাইনে গ্রাহকদের বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ডাক বিভাগের ই-পোর্টাল www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দিতে পারবেন শহরবাসী।মাত্র ২৫ টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা।একজন ব্যক্তি ৫ টি করে পতাকা অর্ডার করতে পারবেন।একবার কেও এই পতাকার জন্য অর্ডার করে দিলে পরে তা আর বাতিল করতে পারবেন না। এর বাইরে ডাক ঘরে গিয়েও জাতীয় পতাকা কেনা যাবে। শিলিগুড়ি প্রধান ডাকঘরে এর জন্য সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে। যেখানে পতাকা কেনার ছবি তুলতে পারবেন গ্রাহকেরা।
শিলিগুড়ি মুখ্য ডাকঘর থেকে ইতিমধ্যেই ১০০টি পতাকা বিক্রি হয়ে গিয়েছে ।গতবছর প্রায় ২০ হাজারের বেশি পতাকা বিক্রি করা হয়েছিল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —