দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে যোগা প্রদর্শন

নিজস্ব প্রতিবেদন ঃ নিয়মিত যোগ আসন অভ্যাসের জেরে অনেকের সুগার নিয়ন্ত্রণে থাকছে।অনেকের বিভিন্ন রোগব্যাধি বিদায় করে দিচ্ছে নিয়মিত যোগাসন।শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টার সেই কাজটি করে চলেছে। সেন্টারের তরফে পিঙ্কি বিশ্বাস জানালেন,তাঁরা বিনা পয়সায় আনন্দময়ী কালিবাড়িতে যোগার ক্লাসও করান।মানুষকে সুস্থ রাখতে তাদের এই প্রয়াস।এদিন তাঁরা দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে যোগা প্রদর্শন করেন কালিবাড়ি চত্বরে। সেখানে ভারত মায়ের সাজে উপস্থিত শিশু শিল্পী রিমিঝিম সরকার সকলের নজর কাড়ে। সেই অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের ভিন্ন পরিবেশ তৈরি হয় কালিবাড়ি চত্বরে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—