
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি হাকিমপাড়ার আনন্দধারা সঙ্গীত একাডেমি স্বাধীনতা দিবসের শিলিগুড়ির সমস্ত ট্রাফিক পুলিশের হাতে খাদ্য সামগ্রী তুলে দেশ। ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন আনন্দধারার শিল্পীরা।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দধারার কর্নধার অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতাদেবী বলেন,সারা বছর ধরেই রোদে পুড়ে এবং জলে ভিজে মানুষের সেবা করে চলেছে ট্রাফিক পুলিশ। শিলিগুড়ির মতো যানজটের শহরে ট্রাফিক সামাল দেওয়া কঠিন কাজ।সেই কঠিন কাজ সারা বছর ধরে করে চলেছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।তাই তাদেরকে উৎসাহিত করেন আনন্দধারার শিল্পীরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
