চোখের রোগ কনজাংটিভাইটিস হলে কি করবেন,কি করবেন না, শুনতে থাকুন

নিজস্ব প্রতিবেদন ঃ চারদিকে এই সময় খুব দেখা দিয়েছে চোখের রোগ কনজাংটিভাইটিস। বা চোখ ওঠার রোগ।এই রোগ যেহেতু খুব ছোঁয়াচে তাই চিকিৎসকরা রোগীকে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তারপরও কিছু মানুষ চোখে কোনোরকম গগলস না পড়েই বাজারে বের হচ্ছেন। আর এর জেরে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে এই চোখের রোগ। এই পরিস্থিতিতে মানুষ কি করবেন, কি করবেন না, তার জন্য কিছু সচেতনতার বার্তা মেলে ধরলেন শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ শ্যামল ড
সাহা।কি করে বুঝবেন আপনার কনজাংটিভাইটিস হয়েছে, আর তা হলে কি করতে হবে সবটাই এই ভিডিওতে মেলে ধরেছেন ডাঃ শ্যামল সাহা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —