কেন মা তাঁর শিশুকে বুকের দুধ পান করাবে, ক্যান্সারও প্রতিরোধ করা যাবে

নিজস্ব প্রতিবেদন ঃ মাতৃ দুগ্ধের কোনো বিকল্প নেই,একথা আমরা সকলেই জানি।মা তাঁর শিশু সন্তানকে বুকের দুধ পান করালে শুধু শিশুই ভালো থাকবে না,মায়েরও অনেক রোগ বিদায় নেবে শরীর থেকে। যেমন মা যদি শিশুকে বেশি করে বুকের দুধ পান করায় তবে মা স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার প্রতিরোধ করতে পারবে। মাতৃ দুগ্ধের যে বিকল্প নেই সেকথা সকলে জানালেও একটি দুষ্ট চক্র সমাজে বিভ্রান্তি ছড়িয়ে কৃত্রিম কৌটার দুধ বিক্রি করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। একদল দুষ্ট চক্র বিভিন্ন স্থানে গিয়ে কৌটার দুধ বিক্রি করতে প্রয়াস নিচ্ছে।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত এই কৌটার দুধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।মাতৃ দুগ্ধ কেন শিশু পান করবে,এতে মা ও শিশুর কি লাভ তা নিয়ে একনাগাড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন ডাঃ সুবল দত্ত। আর এরজন্য তিনি দিল্লির ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া থেকে পুরস্কৃতও হয়েছেন। প্রতি বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে সর্বত্র মাতৃ দুগ্ধের গুরুত্বের ওপর প্রচার অনুষ্ঠান হয়।মাতৃ দুগ্ধ সচেতনতা সপ্তাহে চারদিকে ব্যাপক প্রচার হলেও এখনো বহু মানুষের এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে বলে ডাক্তার সুবল দত্ত জানিয়েছেন। তিনি বলেন, শিশু জন্ম নেওয়ার পর বিভিন্ন টিকা শিশুকে নিতে হয়।কিন্তু প্রথম টিকা হলো মাতৃ দুগ্ধ পান।এমনকি যেসব মা গরিব তাদের হতাশ হওয়ার কোনো কারন নেই। প্রকৃতি এমনভাবেই মা-দের তৈরি করেন যে ডাল ভাত খাওয়া গরিব মা আর মাছ মাংস খাওয়া মা এর মধ্যে একইরকম দুধ উৎপাদন হয় সম পরিমানে। মা যত বেশি শিশুকে দুধ পান করাবে ততই মা ও শিশুর ভালো হবে। এই বিশিষ্ট শিশু চিকিৎসক শিলিগুড়ি জেলা হাসপাতালে থাকার সময় রুগ্ন শিশুদের কথা চিন্তা করে ব্রেস্ট ফিডিং ব্যাঙ্কও তৈরি করেছিলেন যা এক নজিরবিহীন ঘটনা।এখন ডাক্তার দত্ত তাঁর নবীন সেন রোডের চেম্বারে মা-দের জন্য বিশেষ ব্রেস্ট ফিডিং কক্ষও তৈরি করেছেন। কিন্তু মাতৃ দুগ্ধের কি কি গুন রয়েছে, কেন মা তাঁর শিশুকে বুকের দুধ পান করাবেন তা বিশদভাবে জানতে হলে এই ভিডিওটি পুরো দেখুন,কি বলছেন ডাক্তার সুবল দত্ত চলুন শোনা যাক। তবে যে সব মা টিবি রোগে আক্রান্ত, থাইরয়েড এর ওষুধ খান সেরকম ক্ষেত্রে মায়েদের কিছু বিধিনিষেধ রয়েছে বুকের দুধ খাওয়ানো নিয়ে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-