স্কুলের ছেলেমেয়েরা মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা করুক,কোচবিহারে বার্তা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদন ঃ মহাকাশ কি, মহাবিশ্বে মানুষ কি একাই রয়েছে? পৃথিবীর বাইরে এই মহাবিশ্বে আর কোথায় রয়েছে প্রানের অস্তিত্ব? মহাবিশ্ব নিয়ে এরকম বহু প্রশ্নের জবাব শৈশব থেকেই খুঁজতে শুরু করুক ছেলেমেয়েরা। স্কুলে তাই মহাকাশ বিজ্ঞানের ওপর চর্চা শুরু করছে কোচবিহারের একটি স্কুল।
ভারতের চন্দ্রযান-৩ এর অভিযান সফল হওয়ায় খুশির হাওয়া গোটা দেশে। চন্দ্রযান তিন মিশনে লেন্ডার বিক্রম চাঁদের মাটিতে বুধবার বিকেলে অবতরণ করে সফলভাবে। পৃথিবীর মধ্যে ভারতই প্রথম একমাত্র দেশ যাঁরা কিনা চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁচেছে। ভারতের চন্দ্রযান তিন এর এই সফলতার জেরে বৃহস্পতিবার কোচবিহার সদর গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রীদের নিয়ে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের হয়। স্কুলের শিক্ষকদের উদ্যোগে সেই শোভাযাত্রা বের হয়। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মহাকাশ বিষয়ে এবার আরও উৎসাহিত করা হবে। মহাকাশ বিজ্ঞান নিয়ে এবার থেকে স্কুলে নিয়মিত চর্চা হবে। ক্ষুদ্র সীমার মধ্যে না থেকে ছাত্রছাত্রীদের প্রতিভা মহাকাশের মতো ছড়িয়ে পড়ুক। দেশের সফলতায় ওই স্কুল ওই বিশেষ শোভাযাত্রার আয়োজন করে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—