
নিজস্ব প্রতিবেদন ঃ শ্রীলঙ্কার দিয়াগামা স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা উঁচুতে মেরে ধরলেন শিলিগুড়ির মহিলা দৌড়বিদ সীমা চক্রবর্তী। শিলিগুড়ি শান্তিনগরে তাঁর বাড়ি। ১৫০০ মিটার দৌড়ে সীমা পৃথিবীর বিভিন্ন দেশের ২৪ জন দৌড়বিদকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেছেন। সেই সঙ্গে গোল্ড মেডেল জিতে নিয়েছেন। অপর দুটি ইভেন্ট অর্থাৎ ৪০০ এবং ৮০০ মিটারে সীমা জিতেছেন ব্রোঞ্জ পদক। শিলিগুড়ির এই মহিলা দৌড়বিদ শুক্রবার শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ের মাটিতে পা দিয়েই ফোনে খবরের ঘণ্টাকে তাঁর ওই সাফল্যের খবর জানিয়েছেন। খবরের ঘন্টা থেকে সীমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। গত ১৯ এবং ২০ আগস্ট শ্রীলঙ্কার দিয়াগামা স্টেডিয়ামে ওই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর্থিক কারণে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে সীমা দুশ্চিন্তায় পড়লে খবরের ঘন্টা সংবাদ সম্প্রচার করে। আর তার জেরে শিলিগুড়ির বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ এগিয়ে আসেন। সবচেয়ে প্রথমে উল্লেখ করতে হয় স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী নবকুমার বসাকের নাম। নবকুমার বসাক শুরু থেকেই বহুদিন ধরে সীমার প্রতিভাকে এগিয়ে দিতে বারবার সহযোগিতা করেছেন। এবারেও শ্রীলঙ্কায় যাওয়ার জন্য নবকুমার বসাক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই সঙ্গে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন বিশিষ্ট এথলেট প্রশিক্ষক দেবকুমার দে ওরফে কানু, এস এফ রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা।তার সঙ্গে শিলিগুড়ির বিভিন্ন স্তরের মানুষ সীমাকে সহযোগিতা করেন। এদিন ফোনে তার এই সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন সীমা।এরপর এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য সীমা প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন। খবরের ঘন্টা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতেও কৃতজ্ঞতা জানান সীমা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
