
নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৯ থেকে ২১শে আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার দিয়াগামা স্টেডিয়ামে শ্রীলঙ্কান মাস্টার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। সেখানে শিলিগুড়ি ভেটারেন্স প্লেয়ার অ্যাসোসিয়েশন থেকে পাঁচ জন অংশ নেন। শিলিগুড়ির সেই পাঁচজনই বিভিন্ন বিভাগে পদক জিতে শিলিগুড়ি ফিরেছেন। শিলিগুড়ি টিমের ম্যানেজার ছিলেন শ্যামল পাল। শ্যামল বাবু জানিয়েছেন, তিনি ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। তার সঙ্গে লং জাম্প এবং ট্রিপল জাম্পে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছেন।তার পাশাপাশি বেস্ট এথলেট হিসাবে ঘোষিত হয়েছেন। শিলিগুড়ি থেকে সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ৩৫ ঊর্ধ্বদের মধ্যে কনকা দাস ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান এবং ৪০০ মিটার হার্ডলসে প্রথম স্থান মানে সোনা জিতেছেন। শিলিগুড়ির গীতা দাস জ্যাভলিন থ্রোতে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছেন। শিলিগুড়ির শান্তি সিনহা লং জাম্পে এবং ৩০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছেন। শ্যামলবাবুর দাবি, শিলিগুড়ির সীমা চক্রবর্তী ১৫০০ মিটার সহ বাকি দুটি বিভাগের দৌড়ে মোট তিনটি ব্রোঞ্জ জিতেছেন। যদিও সীমা চক্রবর্তীর পাল্টা দাবি, তিনি দুটি বিভাগে ব্রোঞ্জ এবং ১৫০০ মিটারে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছেন। ১৫০০ মিটারে প্রথম স্থান অধিকার করে সোনা জেতার সার্টিফিকেট এবং মেডেলও সীমা মেলে ধরেছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
