ক্যারাটের সঙ্গে যোগা অনুশীলন, মেয়েরা একেকজন ভিন্নধর্মী দুর্গা হয়ে উঠতে পারেন

নিজস্ব প্রতিবেদন ঃ মা আসছে। দেবী দুর্গা দশ ভুজা।অসুর দলনী মা এর দশ হাতে দশটি অস্ত্র। এইসব অস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে মা মহিষাসুর বধ করেছিলেন। আজকের যুগেও অনেক মহিষাসুর বেড়ে গিয়েছে। বহু মহিলা আজকের দিনে মানুষরুপী অসুরদের অত্যাচারের শিকার। রাস্তাঘাটে অনেক মহিলা কিছু অসুররুপী পুরুষের লালসার শিকার হয়।তাই দেবী দুর্গার মতো দশ হাত না থাকলেও কিছু কাজ অনুশীলনের মাধ্যমে মহিলারা হয়ে উঠতে পারেন দেবী দুর্গার মতো যোদ্ধা। বাস্তবে মানুষরুপী মহিলাদের দুটি হাত থাকলেও কিছু কাজের অনুশীলনের মাধ্যমে তাঁরা ভিন্নরুপী দশ ভুজা হয়ে উঠতে পারেন।প্রথমতঃ মহিলাদের স্বামী সন্তান বা শ্বশুর শাশুড়িকে দেখভাল করে রাখতে হয়,তারপর সংসারের রান্নাবান্না বা গৃহ কর্ম করতে হয়।এইসব কাজ নিয়ম মেনে করতে করতে মহিলাদের হাতের শক্তি যেন বেড়ে যায়।খুলে যায় তৃতীয় চক্ষুও।এর সঙ্গে যদি মহিলারা নিয়ম করে ক্যারাটে এবং যোগা অনুশীলন করতে থাকেন তবে তাঁরা হয়ে ওঠেন অন্যরকম দুর্গা। ক্যারাটে বিদ্যা রপ্ত করে নিলে প্রত্যেক মহিলাই অশুভ শক্তির সঙ্গে লড়াই করে নিজেকে রক্ষা করতে পারেন।ক্যারাটের সঙ্গে যোগ চর্চার জেরে মহিলারা হয়ে উঠতে পারেন প্রকৃত সৌন্দর্যময়ী।তখন বিউটিপার্লারে গিয়ে কৃত্রিম সৌন্দর্য চর্চা গৌন হয়ে পড়ে। এইসব ভাবনা থেকেই ক্যারাটের ব্ল্যাক বেল্ট তথা গৃহবধূ রুপা শীল এখন একজন বিখ্যাত ক্যারাটে প্রশিক্ষক।বিভিন্ন স্থানে রুপাদেবী মেয়েদের ক্যারাটে শিখিয়ে চলেছেন। তাঁর কথায়,আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে শিখতেই হবে। শিলিগুড়ি শক্তিগড়ে রুপাদেবীর শ্বশুর বাড়ি। ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করলেও ক্যারাটে শেখানোটাই এখন তাঁর নেশা।সংসার সামলে ক্যারাটে ক্লাস নিতে তিনি ব্যস্ত থাকেন সকাল থেকে রাত পর্যন্ত। বিশিষ্ট সমাজসেবী ও ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারও রুপাদেবীর তত্বাবধানে ক্যারাটে শিখছেন।আগামী ডিসেম্বরে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় যোগ দিতে রুপাদেবীর সঙ্গে মুনমুনদেবীও ভিন রাজ্যে যাচ্ছেন। তারজন্য এখন পুরোদমে প্রস্তুতি চলছে। বিভিন্ন মহিলা টোটো চালককে আত্মরক্ষার জন্য মুনমুনদেবী ক্যারাটে শেখার পরামর্শ দিচ্ছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-