
নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৫, ১৬ ও ১৭ ই সেপ্টেম্বর ভলান্টিয়ার সোশ্যাল সার্ভিস এর পক্ষ থেকে আনন্দমার্গ আশ্রম ভারত নগর শিলিগুড়িতে তিন দিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ যেমন ধুপগুড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ, বিরসা মুন্ডা কলেজ, সূর্যসেন কলেজ এবং বিভিন্ন সরকারি হাই স্কুল থেকে ৬৫ জন ছাত্র অংশগ্রহণ করে। এই শিবিরে যোগাসন,যোগ সাধনা, মানসিক একাগ্রতা বা মনের শক্তি বৃদ্ধি, বৌদ্ধিক বিকাশ তথা রোগমুক্ত শরীর গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তথা মনুষ্য সৃষ্ট দুর্যোগ থেকে দুর্গত মানুষদের উদ্ধার করা তথা প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন ত্রাণ কার্যের ওপরি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে মুখ্য প্রশিক্ষক হিসেবে কলকাতা থেকে উপস্থিত হন আচার্য শুভ দীপানন্দ অবধূত, প্রাক্তন আরপিএফ অফিসার প্রবোধকুমার নন্দী সহ আরো অনেকে। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার সোশ্যাল সার্ভিসের মুখ্য সম্পাদক আচার্য সর্বজায়নন্দ অবধূত।এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আচার্য কর্মেশনন্দ অবধূত ও স্থানীয় মার্গী তথা ভি এসএস ভলেন্টিয়ার অভিজিৎ দাস।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-
