
নিজস্ব প্রতিবেদন ঃ মানসিক স্বাস্থ্য উন্নতি করনের জন্য একটি উদ্যোগ শুরু হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি নিমতলায়। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির পরিচালনায় কাওয়াখালিতে রয়েছে স্যুইট হোম।সেখানকার হল ঘরে এখন থেকে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা হবে। মানসিক রোগে আক্রান্তদের কাউন্সিলিং করে সেখানে চিকিৎসার পরামর্শও দেওয়া হবে। জেলার অন্যতম মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রদীপ্ত ভট্টাচার্য শুক্রবার সেই মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন। এদিন সেখানে ডাঃ প্রদীপ্ত ভট্টাচার্য ছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্কুল অফ নার্সিং এর অধ্যক্ষা সুতপা দত্ত, কাউন্সেলর সর্বানি রায়, মেনোনাইট সেন্ট্রাল কমিটির প্রকল্প আধিকারিক মধুর লাকড়া,শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির বিশিষ্ট সমাজসেবী কৌস্তভ দত্ত প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এই উদ্যোগটি নিয়েছে। সমাজসেবী তরুন মাইতি জানিয়েছেন, তাঁরা শিলিগুড়ি ও তার আশপাশে মানসিক রোগীদের সুস্থ করে তোলার জন্য বিভিন্ন রকম কাজ করছেন।তারই অঙ্গ হিসাবে মেনোনাইট সেন্ট্রাল কমিটির সহযোগিতায় শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সহায়তায় শুরু হল একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা কেন্দ্র।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
