দুর্ঘটনা কিভাবে কমবে, শিলিগুড়ির কিশোর প্রতিভা রাজবীরের স্মার্ট রোড এবার প্রথম পুরস্কার জিতে নিলো ওড়িশায়

নিজস্ব প্রতিবেদন ঃ কিভাবে কমতে পারে পথ দুর্ঘটনা, অসাধারণ বিজ্ঞান মডেল তৈরি করে এবার ওড়িশার বালাসোরে গিয়ে প্রথম পুরস্কার জিতে নিল শিলিগুড়ি সেবক রোড সারদা শিশু তীর্থের দশম শ্রেণীর ছাত্র রাজবীর কুড়ি। বৃহস্পতিবার বালাসোরে রাজবীরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় ক্ষেত্রীয় গণিত বিজ্ঞান মেলা সেখানে অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছাত্র ছাত্রী অংশ নেয় তাতে। কিশোর বিভাগে বিচারকদের কাছে রাজবীর তাক লাগিয়ে দেয় তার অসাধারণ মডেলের মাধ্যমে। এরপর রাজবীর পাঞ্জাবের অমৃতসরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। রাজবীরের এই সাফল্যে বেশ খুশি ওর বাবা রাজ কুড়ি এবং মা পূজা কুড়ি। একইসঙ্গে সারদা শিশু তীর্থ সেবক রোড দুই মাইলের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ থেকে শুরু করে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বেশ খুশি ওই গণিত বিজ্ঞান মেলায় রাজবীরের সাফল্যে। সারদা শিশু তীর্থ সেবক রোড থেকে মোট চারজন অংশ নিতে যায় ওই প্রতিযোগিতায়। এর মধ্যে রাজবীর বিজ্ঞান মডেল মেলে ধরলেও বাকি তিনজন বৈদিক গণিত প্রশ্নমঞ্চে অংশ নেয়। কিন্তু রাজবীর তার অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার বিজ্ঞান মডেল দিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে। সারদা শিশু তীর্থ সেবক রোডের দশম শ্রেণীতে পড়ে রাজবীর। ওর বয়স ১৬ বছর। শৈশব থেকেই ওর নেশা বিজ্ঞানের ওপর ভিত্তি করে মডেল তৈরি করা। এবারে যে মডেলটি তৈরি করে ও সাড়া ফেলে দিয়েছে, সেটি হল– কিভাবে পথ দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেতে পারে, কিভাবে পথ দুর্ঘটনা থেকে প্রাণহানি কমানো যেতে পারে। তাছাড়া যানজট বিশেষ করে যানজটে কোন অ্যাম্বুলেন্স, দমকল আটকে গেলে এ আই এর মাধ্যমে কিভাবে কাজ করতে পারে ট্রাফিক পুলিশ,কিভাবে সেই এম্বুলেন্স বা দমকল গাড়িকে তাড়াতাড়ি রাস্তা করে দেওয়া সম্ভব তার বিভিন্ন দিক আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছে রাজবীর। সেই মডেলে রাজবীরের অসাধারণ বিজ্ঞান প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ ওড়িশার বালাসোরস্থিত বিভিন্ন বিচারক। অনেকেই আশা করছেন জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও শিলিগুড়ির এই বিজ্ঞান প্রতিভা কিছু একটা পুরস্কার জিতে আনবে। শুধু তাই নয়, চারদিকের যানজট, পথ দুর্ঘটনা যেভাবে সমাজের কাছে একটি উদ্বেগজনক বিষয় হয়ে উঠছে সেখানে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে দুর্ঘটনা কমতে পারে, অ্যাম্বুলেন্সের মধ্যে যানজটে আটকে থেকে মুমূর্ষু রোগীর প্রাণ যাতে চলে না যায় তার জন্য সমাধানের কি রাস্তা আছে রাজবীর সেইদিকে নতুন দিশা দেখিয়েছে। বিজ্ঞান অনুরাগী বহু শিক্ষক শিক্ষিকা রাজবীরের এই প্রতিভার প্রশংসা করছেন। রাজবীরের মা পূজা কুড়ি জানিয়েছেন, রাজবীরের এই বিজ্ঞান মডেলের বিষয় স্মার্ট রোড। এখন চারদিকে স্মার্টফোনের ছড়াছড়ি, সবাই আমরা স্মার্ট হতে চাইছি। কিন্তু রাস্তাঘাট কেন স্মার্ট হবে না? কেন আমরা আধুনিক হয়ে পথ দুর্ঘটনাকে দূরে ঠেলে দেবো না, তা নিয়ে সবসময় ভেবে চলেছে শিলিগুড়ির এই কিশোর প্রতিভা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-