
নিজস্ব প্রতিবেদন ঃ আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম এবং আশা পাড়া মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউট সিকিমের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সেবা প্রদানের কাজ শুরু করেছে। সেই দুর্যোগের কারণে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন এবং বহু মানুষ মারা গিয়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীমের ত্রাণ দল ক্ষতিগ্রস্ত এলাকায় দৌড়ে যায় এবং সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে্ রান্না করা খাবার যেমন পুরি, সবজি ইত্যাদি সরবরাহ করে। তার সঙ্গে বিস্কুট, কলা, আপেল, ২০০টি কম্বল, কোলগেট ব্রাশ, সাবান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সিকিম সরকারের কাছে হস্তান্তর করে। আচার্য কর্মেশানন্দ অবধুতা, আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধুতা এবং শিলিগুড়ির অভিজিৎ মানবতার সেবার জন্য ব্যাপক ত্রাণ কাজ করছেন।* আনন্দমার্গের তরফে কেন্দ্রীয় সম্পাদক আচার্য দিব্যচেতনানন্দ অবধূত*এই খবর জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
