
নিজস্ব প্রতিবেদন ঃ কবিতা,সঙ্গীত, সাহিত্য সংস্কৃতি প্রসারে শিলিগুড়িতে বেশ কয়েকবছর ধরে একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে ফুলেশ্বরী নন্দিনী।দুর্গাপূজার ঠিক আগে মহালয়ার দিন তাঁরা প্রতিবছর ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়ি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।শনিবার সন্ধ্যা থেকে শিলিগুড়ি ডি আই ফান্ড হাট লাগোয়া কালিবাড়ি চত্বরে পুজোর অন্য পরিবেশ তৈরি হয়।একদিকে ফুলেশ্বরী নন্দিনীর অনুষ্ঠান অপরদিকে সর্বসাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় কালিবাড়ির তরফে।কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস সহ অন্যরা জানিয়েছেন, পুজোকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। মহাষ্টমীর দিন এই কালিবাড়িতে অঞ্জলি প্রদান ঘিরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়।
ফুলেশ্বরী নন্দিনীর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম ছিলো,
মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্য।তাতেচন্ডীপাঠ ও ভাষ্যপাঠে অংশ নেন দেবপ্রতীম চক্রবর্তী।
সংগীতে ছিলেন গার্গী বোস, অমিতা সরকার, হেনা সরকার, মৌমিতা সরকার, নন্দিতা চক্রবর্তী, সুপর্ণা সেন, শিপ্রা সাহা।
মন্দিরায়- বনানী বর্মন
শঙ্খে- কণিকা দাস
আর তবলায় ছিলেন রানা সরকার।পুজো পর্বে বিভিন্ন স্থানে ফুলেশ্বরী নন্দিনী এই অনুষ্ঠান পরিবেশন করবে বলে কনিকা দাস জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
