
নিজস্ব প্রতিবেদন : চারদিকে বারবার বেজে উঠলো শঙ্খধ্বনি। বর্যীয়ান সমাজসেবী নীতিশ বসু সেই শঙ্খধ্বনির মধ্যেই বিশেষ চাহিদাসম্পন্নদের কপালে চন্দন তিলক পড়িয়ে দিলেন।তারপর তিনি তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে প্রনাম করলেন।বিশেষ দিনে বিশেষ চাহিদাসম্পন্নদের এভাবেই পুজো করে কিছু অর্থ সাহায্য করলেন নীতিশবাবু।অনুষ্ঠানে তিনি সকলের সামনে বললেন,বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে অনেক প্রতিভা লুকনো রয়েছে। কাজেই তাদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।এদিন তিনি বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে ঈশ্বরের অবস্থান প্রত্যক্ষ করে তাদেরকে পুজো করেন।
শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা
পূর্ণিমা বসু* *মেমোরিয়াল ট্রাস্টের*প্রধান কর্নধার হলেন নীতিশবাবু।
* পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ৩রা ডিসেম্বর’২৩ রবিবার শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক মানবিক সেবা কর্মসূচি পালন করা হয়। পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছরই বিশ্ব প্রতিবন্ধী দিবস বিশেষ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। ইতিপূর্বে ট্রাস্টের দার্জিলিং ও জলপাইগুড়ি শাখার মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন মানবিক সেবা কর্মসূচি পালন করা হয় এবং নির্বাচিত প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য দান করা হয়।৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানবিক সেবার অঙ্গ হিসেবে নক্সালবাড়ীর রথখোলায় অবস্থিত একটি কম্যুনিটি হলে নির্বাচিত ১৫জন দু:স্হ প্রতিবন্ধীর মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে মোট ষাট হাজার টাকা বিশেষ আর্থিক সাহায্য দান করা হয়। প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে থাকা স্হানীয় স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর ঠিকানা”ও”মেডিচেক ওয়েলফেয়ার সোসাইটির”যৌথ ব্যবস্হাপনায় আয়োজিত ওই মানবিক সেবার কর্মসূচিটি এক হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়। পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্নকে ঈশ্বরজ্ঞানে চন্দনতিলক পড়িয়ে শঙ্খধ্বনিসহ ফুল দিয়ে প্রণাম করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করে জয়ধ্বনিসহ আর্থিক সাহায্য তাদের হাতে তুলে দেন।এই ধরনের ব্যতিক্রমী মানবিক সেবা প্রত্যক্ষ করে বিশিষ্ট অতিথিরা ছাড়াও সমাজকর্মীবৃন্দসহ উপস্থিত সকলে আপ্লুত হয়ে পড়েন। শ্রীবসুর এই ব্যতিক্রমী সেবা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য প্রকাশ করেন সকলেই । প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন, এক বিশেষ চাহিদাসম্পন্ন বালিকার উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নীতিশ বসু তার বক্তব্যে জানান যে “মানবতার সেবাই প্রকৃত ঈশ্বর সেবা”। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে এই বার্তা নিয়েই ট্রাস্টের সমাজকর্মীরা শিলিগুড়ি থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে-বিশেষত নক্সালবাড়ীর বিশেষ চাহিদাসম্পন্নদের কল্যাণে তাদের পাশে দাঁড়াতে-তারাও যাতে সমাজের মূল শ্রোতে যুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে -সেবিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। শ্রীবসু আরো জানান যে,এই ধরনের মানবিক সেবার কাজ ট্রাস্টের তিনটি কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে চলছে এবং ভবিষ্যতেও চলবে। এছাড়া স্হানীয় আগ্রহী স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথভাবে নক্সালবাড়ীর বিশেষ চাহিদা সম্পন্নদের কল্যাণে তিনি একটি বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুল বা একটি আশ্রম স্হাপনের প্রস্তাব দেন। আর এর জন্য প্রয়োজনীয় শ্রেনীকক্ষ বা আবাসিকদের গৃহ নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দেন।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নক্সালবাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ চাকলাদার । এছাড়া স্হানীয় পঞ্চায়েত সমিতির প্রতিনিধিসহ বিশিষ্ট সমাজকর্মীরা অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওই কর্মসূচিতে ট্রাস্টের পক্ষে সমাজকর্মী হিসাবে উপস্থিত ছিলেন ডা: অতনু চ্যাটার্জী, অনির্বাণ পাল, কাব্যিক গাঙ্গুলী,শুক্লা সাহা,বিজয় ছেত্রী, সুপ্রিয়া চ্যাটার্জী,ভানু দে, মৌসুমী আইচ,সীমা সাহা ও প্রতিমা রায় প্রমুখ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
