
নিজস্ব প্রতিবেদন :শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি মাসে ১৫ জন অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয়। তার জন্য বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এন্ড স্মাইলের সমাজসেবী নবকুমার বসাক। নবকুমারবাবু বলেন,ধন্যবাদ সকল মানুষকে যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে ।
শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অসহায় মায়েদের জন্য চাল, ডাল, তেল , সোয়াবিন , ও সবজি তুলে দিতে পারছে ।
আপনারাও এগিয়ে আসুন অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে চাল , ডাল তেল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন । যোগাযোগ করুন 079088 46581 নম্বরে
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
