পরিবেশ ও বন্য প্রাণী রক্ষার বার্তা নিয়ে নাটক জঙ্গলে জঞ্জাল

নিজস্ব প্রতিবেদন : অনু নাটক মঞ্চস্থ হলো ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গলে। নাটকের নাম জঙ্গলে জঞ্জাল।নাটকটি রচনা করেছেন সুব্রত দত্ত। পরিবেশকে দূষণ মুক্ত রাখা এবং বন্য প্রাণী রক্ষা করার আবেদন নিয়ে সুব্রত দত্তের লেখা সেই অনু নাটক সকলের মন জয় করে নেয়। নাটকে অভিনয় করেছেন সম্পা দত্ত, সুভদ্রা রায়, বেবি চক্রবর্তী, স্নেহা মৈত্র ,অনিন্দিতা চ্যাটার্জি, মিষ্টু দেব ডলি, গৌরী চৌধূরী, ।
সুব্রত দত্ত, কিরণ মজুমদার, বলরাম সরকার , সুদীপ সাহা। ত্রিস্রোতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টার কালচারাল স্টাডিজ এন্ড রিসার্চ এবং এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম লাটাগুড়িতে গত ৬ এবং ৭ জানুয়ারি চিন্তাবিদ ও লেখকদের শান্তি সন্মেলনের আয়োজন করে। সেখানেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সেই অপূর্ব নাটকটি মঞ্চস্থ হয়।সমগ্র অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সুব্রতবাবুর অক্লান্ত পরিশ্রমের তারিফ করেন সকলেই।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :