এবার দেবী সরস্বতী নিয়ে সঙ্গীত রচনা করে শ্রোতাদের নজর কাড়ছেন এই শিল্পী

নিজস্ব প্রতিবেদন : তাঁর অপূর্ব কন্ঠে তাঁর লেখা সঙ্গীতগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। নিজে সঙ্গীত রচনা করে নিজেই সুর দিয়ে আলাদা সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন শিলিগুড়ি নিবাসী অদিতি পি চক্রবর্তী। এর আগে দেশপ্রেম নিয়ে বেশ কিছু সঙ্গীত রচনা করেছেন।নিজের লেখা এবং নিজের সুরে তাঁর প্রতিটি সঙ্গীতই শ্রোতাদের মুগ্ধ করছে।সঙ্গীত অনুরাগী অনেকেই তাঁর এই বিশেষ প্রতিভার প্রশংসা করেন। সামনে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-তে এবারে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে তাই আবার নিজে সঙ্গীত রচনা করে বেশ আলোচ্য বিষয় হয়ে উঠলেন অদিতিদেবী। তাঁকে এই সঙ্গীতের জন্য মিউজিক দিয়েছেন তারই ভাই ময়নাগুড়ি কলেজের অধ্যাপক সমর্পন দাস।লেখাপড়ার সঙ্গে মিউজিক নিয়ে থাকতে ভালোবাসেন সমর্পণবাবু।দিদির গাওয়া সঙ্গীতে তাঁর মিউজিক অনবদ্য।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :