বাঘেদের খাদ্য ভান্ডার নিশ্চিত করতে ৫২টি চিতল হরিন বক্সায়

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীততো শুনেছেন,তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিন চাই।কিন্তু এই বনের বাঘেরা যেন গাইছে,তোরা যে যা বলিস ভাই, আমার চিতল হরিন চাই!!!
বাঘেরা সে গান গাইছে কিনা, তা গবেষকরা বলতে পারবেন তবে এটুকু বলা যায়
বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের ৫২টি চিতল হরিণ ছাড়া হ’ল বক্সা ব্যাঘ্র প্রকল্পে।এই হরিণগুলিকে বেথুয়াডহরী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত তিন বছরে মোট কয়েকশো চিতল হরিণ ছাড়া হ’ল। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও, বাঘেদের খাদ্য তালিকার অতিপ্রিয় চিতল হরিণের সংখ্যা কম ছিল । সেই কারনেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদপ্তর। বুধবার বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ৫২টি চিতল হরিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলের কোর এলাকাতে ছাড়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: