সরস্বতী পুজোকে সামনে রেখে দুঃস্থ ও মেধাবীদের মধ্যে বই বিতরনের কাজে নামলেন পূজা মোক্তার

নিজস্ব প্রতিবেদন : সামনে সরস্বতী পুজো। তার সঙ্গে ভ্যালেনটাইনস ডে।এই সময় চলছে প্রেম সপ্তাহ। প্রেম মানে শুধু ছেলেমেয়ের প্রেম ভালোবাসা নয়,প্রেমের অর্থ খুব গভীর। প্রেম মানে শিক্ষার বিস্তার। প্রেম মানে হৃদয়ের অন্তরে শিক্ষার প্রদীপ জ্বালানো।ছেলেমেয়েরা যতই নিজের ভিতরে এই শিক্ষার প্রদীপ জ্বালিয়ে তুলবে ততই দেশ ও সমাজের মঙ্গল। এমন অনেক দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাঁরা অর্থের অভাবে সামান্য বই কিনতে পারে না।এমনই এক ছাত্রের হাতে বৃহস্পতিবার বেশ কিছু নতুন বই তুলে দিলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার। পূজাদেবী জানিয়েছেন, ওই ছাত্র শক্তিগড় স্কুলে পড়ে। আর্থিক সমস্যার জন্য বই কিনতে পারছিলো না। তারজন্য বই এর বন্দোবস্ত করতে পেরে বেশ খুশি পূজাদেবী।সরস্বতী পুজোকে সামনে রেখে তিনি এরকম আরও বই খাতা বিতরন করবেন বলে পূজাদেবী জানিয়েছেন। পূজা মোক্তার এর এই শিক্ষা দরদী মানসিকতায় বেশ খুশি সেই ছাত্রের বাবা।তিনি পূজাদেবীর প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :