গাঁদা ফুল এবং বেল পাতা দিয়ে তৈরি হচ্ছে ভেজাল মুক্ত ভেষজ আবীর

নিজস্ব প্রতিবেদন:একদিকে গাঁদা ফুল আরেকদিকে বেল পাতা এই দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবীর। রাজ্য বন দপ্তরই এই আবীর তৈরি করছে। এই ভেষজ আবীর শরীরের কোনো ক্ষতি করে না। চলতি মাসেই রয়েছে রং খেলা। ফলে এখন ভেষজ আবীর তৈরির ব্যস্ততা শুরু হয়েছে।

গত বছর বন দপ্তরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের হার্বাল আবীরের চাহিদা যা ছিলো এবার সেই চাহিদা অনেকটাই বেড়েছে। চলতি মাসে রঙের উৎসবের আগে বাজারে বন দপ্তর নিয়ে এলো এই হার্বাল বা ভেষজ আবীর। গতবছর প্রায় চার ক্যুইন্টাল আবীর উৎপাদিত হয়েছিল। সেই আবীর থেকে বন দপ্তরের ৪৬ হাজার টাকা আয় হয়েছিল । কিন্তু এবছর প্রায় সাড়ে সাত কুইন্টাল আবীর উৎপাদন হয়েছে। বন দপ্তর এরজন্য এক লক্ষ টাকার লক্ষ্যমাত্রা রেখেছে । মঙ্গলবার এই ভেষজ বা হার্বাল আবীরের বিষয়ে ডিএফও এসপি শর্মা জানিয়েছেন, মূলত হলুদ, সবুজ ও কমলা এই তিন রঙের আবীর বাজারে এবার নিয়ে আসছে বন দপ্তর। কমলা ও হলুদ গাঁদা ফুলের সাহায্যে এবং সবুজ আবীর তৈরি করা হচ্ছে বেল পাতা দিয়ে৷ ২৫০ গ্রাম আবীরের দাম ৫০ টাকা এবং ৫০০ গ্রাম আবীরের দাম ধার্য্য করা হয়েছে ৯০ টাকা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :