জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে পুলিশের, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন :পুলিশ এখন শুধুমাত্র অপরাধ দমনের কাজে নিয়োজিত থাকে না,পুলিশ এখন প্রতিদিনই কিছু না কিছু সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে।ফলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্রমশ বাড়ছে। এতে পুলিশের জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে এবং কাজের সুবিধা হচ্ছে। এরই অঙ্গ হিসাবে শুক্রবার শিলিগুড়িতে পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন খালপাড়া টাউন পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শিলিগুড়ির বিবেকানন্দ রোডে শুক্রবার অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন সেই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। শিবিরে এলাকার মানুষ সহ পুলিশকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরে সহযোগিতা করে নিঃস্বার্থ সেবা নামেম শিলিগুড়ির একটি সংগঠন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.—