
নিজস্ব প্রতিবেদন : ১৪৩০ পেরিয়ে আমরা ১৪৩১ বঙ্গাব্দে পা রাখতে চলেছি।পহেলা বৈশাখ মানে বাঙালির জীবনে অন্যরকম এক উন্মাদনা। পহেলা বৈশাখ মানে বাঙালির ঘরে ঘরে নতুন বস্ত্র পড়া। পহেলা বৈশাখ মানে বাংলার জীবনে এক পরম্পরা। ব্যবসায়ীরা এসময় অনেকেই হালখাতা করেন। দোকানে নিষ্ঠার সঙ্গে গনেশ পুজো হয়।আর এই বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে বস্ত্র প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ক্রেতা সাধারণ কিন্তু ভিড় করেন।সেই দিক থেকে কিন্তু শিলিগুড়ি লেকটাউনের ব্যতিক্রমী বস্ত্র প্রতিষ্ঠান স্বর্নালি বুটিক নতুন ভাবনা নিয়ে তৈরি। সেখানে পয়লা এপ্রিল থেকেই কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে কুর্তি সহ বিভিন্ন শাড়ির ওপর। যে স্টক তাদের ছিলো সেই স্টকের ওপরই ক্লিয়ারেন্স সেল শুরু হয়েছে। এই সেল চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বুটিকের প্রধান লাভলি দেব বলেন,১৪ এপ্রিলের ওপরও পরিস্থিতির ওপর বিশেষ সেই ছাড় থাকতে পারে। স্টক ক্লিয়ারেন্সের এই বিক্রয়ে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সিল্কের শাড়ি, ঢাকাই জামদানিসহ অন্যান্য শাড়ির ওপর বিশেষ ছাড় রয়েছে।
এরই সঙ্গে বিয়ের মরশুমও রয়েছে। পহেলা বৈশাখের কেনাকাটাই নয়,বিয়ের কেনাকাটার জন্যও অনেকে ভিড় করছেন স্বর্নালি বুটিকে।শিলিগুড়ির ক্রেতারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন। শিলিগুড়ি লেকটাউনের শ্রী মা সরনিতে অবস্থিত এই বুটিক ইতিমধ্যে ক্রেতা সাধারণের মধ্যে সাড়া ফেলে দিয়েছে তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং ইউনিক কালেকশনের জন্য। নতুন নতুন চিন্তাভাবনার সব বস্ত্র নিয়ে আসায় দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বুটিক। শিলিগুড়ির বাইরে থেকেও বহু মানুষ অনলাইনে শাড়ি, কুর্তি বুকিং করছেন এই বুটিক থেকে। অন লাইনে বুকিং করার নম্বর 7908548588 এবং যোগাযোগ নম্বর 9474874830

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :