কেন আপনি Khabarer Ghanta follow করবেন

বাপি ঘোষ : Khabarer Ghanta একটি সংবাদ মাধ্যম।২০১৫ সালে ভারত সরকারের অধীনস্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আর এন আই  থেকে সাপ্তাহিক পত্রিকা হিসাবে  আর এন আই রেজিস্ট্রেশন পায় এই পত্রিকা। পরবর্তীতে নিয়ম মেনে ডিক্লারেশন দিয়ে এটি প্রতি মাসে একটি করে ম্যাগাজিন হিসাবে প্রকাশিত হতে থাকে। এই সংবাদ মাধ্যমের যাত্রা এরপর প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতে শুরু হয়। ডিজিটাল মিডিয়া বলতে ফেসবুক, ইউ টিউব, ইন্সটাগ্রাম ইত্যাদিতে এর বিভিন্ন ইতিবাচক ভাবনার সংবাদ পোস্ট হতে থাকে ধারাবাহিকভাবে। এই পত্রিকা তথা সংবাদ মাধ্যমের সম্পাদক এবং প্রকাশক হলেন শিলিগুড়ি নিবাসী বাপি ঘোষ। সমাজ পরিবর্তন তথা সমাজের মানুষকে ভালো রাখার চিন্তা থেকে এই সংবাদ মাধ্যম সব ইতিবাচক ভাবনার সংবাদ পোস্ট করে।

এই সংবাদ মাধ্যমের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া হলো:

https://www.facebook.com/share/15BNxuciha/

এই সংবাদ মাধ্যমের ইউ টিউব লিঙ্ক এখানে দেওয়া হলো:

https://youtube.com/@khabarerghanta?si=H65b3nJIYJ9doeUK

এই সংবাদ মাধ্যমে এইসময় যাঁরা সংবাদ পাঠ করেন তাঁরা হলেন সোমা দাস, নন্দিতা ভৌমিক, অর্পিতা দে সরকার, সোমা সেনগুপ্ত, পাঞ্চালি চক্রবর্তী এবং অঙ্কিতা রায়চৌধুরী।

কেন আপনি Khabarer Ghanta follow করবেন?

কারন খবরের ঘন্টা নিয়মিত ইতিবাচক ভাবনার সংবাদ পরিবেশন করে
ইতিবাচক ভাবনার সংবাদ কেন
দেখবেন
কারন ইতিবাচক ভাবনা আমাদের মন ও শরীরের স্বাস্থ্যের ওপর ইতিবাচক
প্রভাব ফেলে
ইতিবাচক ভাবনা আমাদের মনের
চাপ কমায়
ইতিবাচক ভাবনা আমাদের মনে জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গী তৈরি করে
ক্যান্সার,হৃদরোগ, ডায়াবেটিসের মতো রোগগুলোর ঝুঁকি কমাতে সাহায্য করে ইতিবাচক ভাবনা
ইতিবাচক ভাবনা আমাদের নতুন কিছু চিন্তা করতে শেখায়
ইতিবাচক ভাবনার মাধ্যমে আমরা জীবনের অনেক সমাধান খুঁজে পাই এবং জীবন হয়ে ওঠে উন্নত
ইতিবাচক ভাবনা শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ করে যা মন ও শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে
ইতিবাচক ভাবনা মনঃসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে যা জীবনে সাফল্য অর্জনে জরুরি
নেতিবাচক ভাবনা আমাদের মনের চাপ বৃদ্ধি করে শরীরকে অসুস্থ করতে সাহায্য করে
ইতিবাচক ভাবনার মন তৈরি করতে তাই খবরের ঘন্টায় লাইক,ফলো এবং কমেন্টের মাধ্যমে ইতিবাচক আন্দোলনকে জোরদার
করে তুলুন
#positivity #খবরেরঘন্টা #khabarer_ghanta #শুধুইইতিবাচক #different #khabarerghanta #siliguri #creativity