নিজস্ব প্রতিবেদন:
নর্থবেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত গণিত অলিম্পিয়াড স্তরের মূল্যায়নের চতুর্থ বর্ষের “ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট ইন ম্যাথমেটিক্স ২০২৫” রবিবার, ২রা নভেম্বর উত্তরবঙ্গের ২১টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হলো। এই বিশেষ মেধা মূল্যায়নে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠরত হিন্দি, বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রায় ২০০টি বিদ্যালয় থেকে মোট ৩৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ট্রাস্টের চেয়ারম্যান আশিষ পাল জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ১৯২ জন শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে তদারককারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরীক্ষার সাফল্যের জন্য সংশ্লিষ্ট সব বিদ্যালয় কর্তৃপক্ষ ও তদারককারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
ট্রাস্টের সম্পাদক স্বপনেন্দু নন্দী জানান, আগামী ১০ই ডিসেম্বর, ২০২৫ তারিখে এই বছরের মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এক বিশেষ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন করবে, তাদের সকলকেই স্মারক ও শংসাপত্র প্রদান করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ট্রাস্টের পক্ষ থেকে উত্তরবঙ্গের সাতটি জেলার প্রতিটি থেকে একটি করে মোট সাতটি প্রাথমিক বিদ্যালয় এবং সাতজন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে যথাক্রমে “বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড” প্রদান করা হবে। পাশাপাশি একজন বিদ্যালয়ের প্রধানকে “বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড”-এর জন্য নির্বাচিত করা হবে।
এদিনের এই মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির দুধাজোতে অবস্থিত তরাই ইন্টারন্যাশনাল স্কুলেও। ওই বিদ্যালয়ের পাশাপাশি খড়িবাড়ি হাইস্কুল, তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয় এবং শিলিগুড়ি ইংলিশ বিদ্যাসাগর স্কুল-এর শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করে। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠরত শিক্ষার্থীরা এই মেধা মূল্যায়নে অংশ নেয়।
শিক্ষা-উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করতে নর্থবেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের এই ধারাবাহিক প্রয়াস উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে গণিত চর্চার আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত শিক্ষামহলের।

