নিজস্ব প্রতিবেদন:
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার পরিচালনায় ও ঘোষপুকুর পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় রবিবার ঘোষপুকুর পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। পুলিশের মানবিক কর্মসূচি ‘উৎসর্গ’-এর অংশ হিসেবে আয়োজিত এই শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

মোট ৬১ জন এই শিবিরে রক্তদান করেন, যার মধ্যে ছিলেন ৪ জন মহিলা দাতা। পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষদের অংশগ্রহণে উৎসবের আবহে পরিণত হয় দিনটি।
শিবিরটির উদ্বোধন করেন দার্জিলিং জেলা পুলিশের সুপার, আইপিএস প্রবীণ কুমার। এদিন রক্তদান করেন ঘোষপুকুর থানার ওসি সঞ্জয় তিরকে, ওসি ডিইবি নূর আলম এবং বিধাননগর থানার ওসি প্রীতম লামা।
ফাঁসিদেওয়া থানার ওসি চিরঞ্জিত ঘোষ জানান, “পুলিশের মানবিক কর্মসূচি উৎসর্গ-এর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।”
এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন সমাজকর্মী বাপন দাস। সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ ব্লাড ব্যাংকের জন্য হস্তান্তর করা হয়।
এই ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজে পুলিশের প্রতি আস্থা ও বন্ধনের বার্তা ছড়িয়ে পড়ছে—এমনটাই মনে করছেন উপস্থিত স্থানীয়রা।

