নিজস্ব প্রতিবেদন,১২নভেম্বর: ১৪ নভেম্বর একই দিনে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস ও শিশু দিবস। আজকের সমাজে শিশুদের মধ্যেও ক্রমে দেখা যাচ্ছে ডায়াবেটিসের প্রভাব, যা ভবিষ্যতের জন্য এক গভীর উদ্বেগের বিষয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে না পারলে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের পাশাপাশি চোখও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট-এর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা খবরের ঘন্টার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জানান, “ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে চোখের রেটিনায় জল জমে যাওয়া বা রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা দিতে পারে, ।” তিনি আরও বলেন, “প্রতি বছর অন্তত একবার চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি, কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এই ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”
ডাঃ বাত্রা শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুদের ক্ষেত্রেও সচেতনতার ওপর বিশেষ জোর দেন। তাঁর মতে, “শিশুদের জীবনশৈলী ও খাদ্যাভাসে ভারসাম্য আনা দরকার। অতিরিক্ত মোবাইল ও কম্পিউটারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, এবং ইতিবাচক মানসিক পরিবেশ তৈরি করতে হবে।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেন— “সন্তানদের চোখের যত্ন মানেই তাদের ভবিষ্যৎ রক্ষার প্রতিশ্রুতি।”

