দিল্লির বিস্ফোরণকে কেন্দ্র করে সর্বত্র সতর্কতা— ইডেনে কড়া নিরাপত্তা, সীমান্তে বাড়ল টহল

নিজস্ব প্রতিবেদন, ১২ নভেম্বর:
দিল্লির বিস্ফোরণের ঘটনার পর গোটা রাজ্য জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষত, ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচকে ঘিরে সোমবার থেকেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। দর্শক প্রবেশ থেকে শুরু করে গ্যালারি ও মাঠ সংলগ্ন এলাকা— সর্বত্র চলেছে নজরদারি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বোম স্কোয়াড।

অন্যদিকে, দিল্লির ঘটনার জেরে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তেও জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। জেলার ১৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকা এখনো কাঁটাতারবিহীন। সেইসব এলাকায় প্রহরা দ্বিগুণ করেছে বিএসএফ, পাশাপাশি সীমান্ত টহলে যোগ দিয়েছে বিএসএফের মহিলা বাহিনীও।

একই সঙ্গে উত্তরবঙ্গেও নেওয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। জলপাইগুড়ি জেলা জুড়ে সোমবার রাত থেকেই শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। জাতীয় সড়ক, শহরাঞ্চল ও সীমান্ত ঘেঁষা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে চলেছে জেলা পুলিশ। প্রশাসনের লক্ষ্য— যে কোনও পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।