অনন্তপুরে জাতীয় ফুটবলে বাংলার সম্মান রক্ষা নকশালবাড়ির মালতির—ঝাড়খণ্ডকে এক গোল দিয়ে সমতা, এবার ওড়িশা ম্যাচ

নিজস্ব প্রতিবেদন:
অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে শুরু হয়েছে জাতীয় স্তরের মেয়েদের ফুটবল প্রতিযোগিতা। সেই মঞ্চে বাংলার জার্সি গায়ে মাঠে নেমে নজর কাড়ছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি জুনিয়র হাইস্কুলের ছাত্রী মালতি মুন্ডা। বর্তমানে অন্ধ্রপ্রদেশে অবস্থান করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এই প্রতিভাময়ী ফুটবলার।
শিলিগুড়ি মহকুমার
খড়িবাড়ি থানার বুড়াগঞ্জে অবস্থিত তরাই স্পোর্টস একাডেমিতে প্রতিদিন কঠোর অনুশীলনই মালতিকে এনে দিয়েছে জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্বের সুযোগ। অত্যন্ত পিছিয়ে পড়া, অনগ্রসর আদিবাসী পরিবারের মেয়ে মালতির সাফল্যের পেছনে রয়েছে লড়াই, অধ্যবসায় এবং সুযোগ পেলে এগিয়ে যাওয়ার তাগিদ।

তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মালতির প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সবসময় উৎসাহ জুগিয়েছেন সংস্থার সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী পুস্পজিৎ সরকার এবং শিক্ষক প্রসেনজিৎ সরকার। নিয়মিত মাঠে মালতিকে গাইড করেছেন একাডেমির প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস। সেই সম্মিলিত তত্ত্বাবধানে তৈরি হয়েছে জাতীয় স্তরের মঞ্চে দাঁড়ানোর মতো এক প্রতিভা।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলা ও ঝাড়খণ্ড। প্রথমার্ধে ঝাড়খণ্ড এক গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলা। শিলিগুড়ির এই আদিবাসী মেয়েটি দলের হয়ে একটি গোল করে ঝাড়খণ্ডের লিড পরিশোধ করে ম্যাচ শেষ করে ১–১ সমতায়। মালতির এই গোলেই বজায় থাকে বাংলার সম্মান।

রবিবার সকালে ওড়িশার বিরুদ্ধে নামবে বাংলা দল।
উল্লেখ্য, ফুটবল ছাড়াও পিছিয়ে পড়া গ্রামের ছেলেমেয়েদের বিভিন্ন খেলায় এগিয়ে দিতে এক ব্যতিক্রমী ভূমিকা পালন করছে তরাই স্পোর্টস একাডেমি। মালতির সাফল্য সেই পথচলার উজ্জ্বল প্রমাণ।