চলার শক্তি ফেরাতে সহায়তার হাত—নিরঞ্জন নগরের শৈলেন সরকারের পাশে নীড

নিজস্ব প্রতিবেদন:
শিলিগুড়ি ঘোঘোমালি নিরঞ্জন নগর এলাকার বাসিন্দা শৈলেন সরকার কয়েকদিন আগে এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। সেই ঘটনার পর থেকেই তিনি ধীরে ধীরে চলার ক্ষমতা হারাতে থাকেন। শারীরিক অসুবিধার কারণে তিনি নীড নামে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে সহায়তার আবেদন জানান।

এর আগে নীড-এর পক্ষ থেকে শৈলেনবাবুর হাতে একটি নি-ব্যান্ড, পটি চেয়ারসহ প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হয়েছিল তাঁর দৈনন্দিন চলাফেরা সহজ করতে। তবে সম্প্রতি তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তিনি আবার সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে হাঁটা-চলার ক্ষেত্রে সমস্যা বাড়ছে।

মানবিক দায়বদ্ধতা থেকে নীড সংস্থা তাঁর পাশে দাঁড়ায়। রবিবার সংস্থার সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে একটি ওয়াকার প্রদান করেন, যাতে তিনি আবার হাঁটার চেষ্টা করতে পারেন এবং স্বনির্ভরভাবে চলাফেরা করতে সক্ষম হন।

এই সহায়তা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীড-এর সভাপতি পিন্টু ভৌমিক, কোষাধ্যক্ষ শুভদীপ ঘোষসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা। তাঁদের এই উদ্যোগে শৈলেনবাবু ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।