বিশ্ব প্রতিবন্ধী দিবসে শিলিগুড়িতে প্রতিবন্ধীদের দাবিতে মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদন:
৩ ডিসেম্বর ছিলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। এ-উপলক্ষ্যে শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হলো একটি বিশেষ মিছিল ও সমাবেশ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দার্জিলিং জেলা শাখার উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও দাবির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়।

শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের নানান সমস্যা তুলে ধরা হয়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি বৈষম্য দূর করে, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রধান দাবিগুলির মধ্যে ছিল, মানবিক ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা, সরকারি গৃহ প্রকল্পে প্রতিবন্ধীদের সংরক্ষণ, এবং একশো দিনের কাজে প্রতিবন্ধীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন।

সমাবেশে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য, যিনি বলেন, “আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো, এবং প্রতিবন্ধীদের প্রতি উপেক্ষা বন্ধ করতে হবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আমাদের আন্দোলন আরও শক্তিশালী করবো।”

এছাড়া, সমাবেশে শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি মনি ছেত্রী শিলিগুড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা প্রতিবন্ধী মানুষদের উদ্বুদ্ধ করতে সঙ্গীত পরিবেশন করেন। তাঁর পরিবেশনা সমাবেশে উপস্থিত সকলকে প্রেরণা যোগায়।

এদিনের সমাবেশে অংশগ্রহণকারীরা স্পষ্ট করে জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অঙ্গ, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা উচিৎ নয়। তাঁদের দাবিগুলির প্রতি প্রশাসনের সুনজর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।