দৃষ্টিহীন শিল্পী বাবলু বিশ্বাসের পাশে মানবিক হাত — বিশেষ চশমার খরচ বহন করলেন সন্তোষ সরকার

নিজস্ব প্রতিবেদন:
উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার বাসিন্দা বাবলু বিশ্বাস দৃষ্টিহীন হলেও অসাধারণ প্রতিভাধর শিল্পী।তাঁর জীবনে নতুন আলো এনে দিলেন শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার, কবি ও সঙ্গীতপ্রেমী সন্তোষ সরকার। খবরের ঘন্টা-র মানবিক আবেদন বৃহস্পতিবার সকালে সম্প্রচারিত হতেই বাবলুর সমস্যার কথা জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

মেয়ের বিয়ের ব্যস্ততার মাঝেও সন্তোষবাবু বাবলু বিশ্বাসের ব্যক্তিগত নম্বরে বিশেষ চশমার জন্য প্রয়োজনীয় ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। এই চশমার সাহায্যে রাস্তাঘাটে চলাফেরা করতে সুবিধা হবে বাবলুর।তাঁর এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়—মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ, যা শুভ বিবাহকে আরও তাৎপর্যময় ও হৃদয়স্পর্শী করে তুলেছে।

সন্তোষ সরকারের এই মহৎ উদ্যোগের জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন শিল্পী বাবলু বিশ্বাস।
জানা গিয়েছে , প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সন্তোষবাবু নিয়মিত কবিতা লেখেন এবং সঙ্গীতচর্চায় যুক্ত থাকেন—যা তাঁর সংবেদনশীল মানবিক সত্তাকে আরও প্রকাশ করে।