মহানন্দা রক্ষা, পরিবেশ সচেতনতা ও লোকসংস্কৃতির বার্তা নিয়ে আসছে উত্তরবঙ্গ পৌষ মেলা

নিজস্ব প্রতিবেদন:
মহানন্দা নদী সংরক্ষণ, পরিবেশ রক্ষার আহ্বান এবং উত্তরবঙ্গের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শিলিগুড়িতে আবারও আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গ পৌষ মেলা। শহরের সূর্যসেন পার্কের পাশে মহানন্দা নদীর তীরে অনুষ্ঠিত এই মেলা ইতিমধ্যেই বিভিন্ন মহলে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শুক্রবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট নাগরিক নিধুভূষণ দাস, বিদ্যাপতি আগরওয়ালাসহ অন্যান্যরা মেলার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। তাঁরা জানান, প্রতিবছরের মতো এবছরও মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের সঙ্গীত ও নৃত্যশিল্পীরা তাঁদের শিল্পসাধনার প্রদর্শনীর সুযোগ পাবেন। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান জানানো হবে।

এবারের উত্তরবঙ্গ পৌষ মেলা অনুষ্ঠিত হবে শিলিগুড়ির সূর্যসেন পার্ক সংলগ্ন মেলা প্রাঙ্গণে। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটায় কাঞ্চনজঙ্ঘা মেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হবে। শোভাযাত্রাটি সূর্যসেন পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। একই দিন বিকেলেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবছরও থাকছে বহু স্টল, স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং নানান সাংস্কৃতিক আয়োজন। মেলার প্রস্তুতি ও পরিকল্পনার কথা সাংবাদিক বৈঠকে তুলে ধরে উদ্যোক্তারা জানান, উত্তরবঙ্গের সংস্কৃতি, পরিবেশ ও সমাজচেতনার মিলিত উৎসব হিসাবে এই পৌষ মেলাকে আরও সমৃদ্ধ রূপে উপস্থাপন করাই তাঁদের লক্ষ্য।মেলার মাধ্যমে নদী ও পরিবেশ রক্ষা, নদীর চর দখল বন্ধ করার বার্তা দেওয়া হয় যা এক নজিরবিহীন বিষয় হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে।