জলপাইগুড়িতে এমপি কাপের শুভসূচনা, ম্যারাথন দৌড়ে অংশ নিলেন শতাধিক প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদন:
জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহু প্রতীক্ষিত এমপি কাপ। শনিবার সকালেই মিলন সংঘের পাশ্ববর্তী এলাকা থেকে এক বর্ণাঢ্য ম্যারাথনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার পর্দা ওঠে। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফ রানিনগর হেড কোয়ার্টারের ডিআইজি পি. কে. পঙ্কজ। এ দিন উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদও।

প্রায় দেড়শো নারী ও পুরুষ ক্রীড়াবিদ ম্যারাথনে অংশগ্রহণ করেন। ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা চলবে বলে আয়োজকরা জানান। আগামী ১৪ তারিখ অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।