নতুন বছরের আগে সবুজের ডাক—‘সিঞ্চন’-এর বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদন:
বছরের শেষে রবিবার শিলিগুড়ির হায়দরপাড়া নিউ পালপাড়া সিলিসিয়া ক্লাবের ক্লাব প্রাঙ্গণ যেন রঙিন হয়ে উঠেছিল সবুজের উচ্ছ্বাসে। পরিবেশ-সচেতন ফেসবুক গ্রুপ ও সংগঠন ‘সিঞ্চন’-এর বার্ষিক মূল্যবোধ কর্মসূচি ও প্রকৃতি সংরক্ষণ উৎসব এ বছর রূপ নিল এক উষ্ণ, প্রাণবন্ত মিলনমেলায়।

নতুন বছরকে সামনে রেখে ‘গাছ লাগান, জীবন বাঁচান’ শ্লোগানকে বুকে ধরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনাসভা, বৃক্ষবিতরণ এবং পরিবেশ-মননের নানা পর্ব।
অতিথিদের হাতে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নানা প্রজাতির চারাগাছ বিতরণ। সদস্য, অতিথি থেকে শুরু করে এলাকার মানুষজন—সকলের হাতেই তুলে দেওয়া হয় সজীব সবুজের প্রতীক। আয়োজনকারীদের বিশ্বাস, “গাছই পারে প্রকৃতিকে রক্ষার পথে আমাদের ফেরাতে”—এই কথার গভীরতা যেন আরও একবার অনুভব করল উপস্থিত শুভানুধ্যায়ীরা।

দিনের আলোচনাচক্রে উঠে এসেছে মানুষের জীবনযাপনে মূল্যবোধের গুরুত্ব, ভবিষ্যৎ প্রজন্মের হাতে সবুজ পৃথিবী তুলে দেওয়ার দায়বদ্ধতা, এবং প্রকৃতি-সংরক্ষণে নাগরিক ভূমিকা। বক্তাদের বক্তব্যে স্পষ্ট ছিল একটাই আহ্বান—“সবুজ বাঁচাও, পৃথিবী বাঁচাও।”
প্রকৃতির কথা মানেই কবিতার কথা—অনুষ্ঠানে আবৃত্তি হয় কালজয়ী কবিতার, গাছ ও সবুজ নিয়ে রচিত পঙ্‌ক্তির।

রবীন্দ্রনাথের অমর পংক্তি—
“ওই আকাশে প্রেমের মেঘ, ওই বনে জীবনের গান,”
আর জীবনানন্দের সবুজ স্বপ্ন—“বনলতা সেনের চুলে আজও বাতাস দোলে”—
যেন আরও বেশি করে মনে করিয়ে দেয় প্রকৃতি ছাড়া মানুষের জীবন অপূর্ণ।
পরিবেশ রক্ষার আহ্বানে নতুন কবিতার বার্তা বেরিয়ে আসে,
“এক মুঠো মাটি, এক টুকরো শেকড়,
নতুন বছরের শুরু হোক সবুজের কণ্ঠধ্বনি হয়ে।”
রবিবারের সেই
অনুষ্ঠানে ‘সিঞ্চন’-এর প্রশাসক, সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ীর সহযোগিতা ও উপস্থিতি দিনটিকে আরও অর্থবহ করে তোলে। আলোচনার ফাঁকে ফাঁকে সৃজনশীলতা, হাসিমুখ আর অঙ্গীকারে মিশে তৈরি হয় এক অন্যরকম রবিবার দুপুর—যেখানে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয় শুধু উৎসবে নয়, দায়িত্ববোধেও।

সবুজের ডাক এদিন শুধু অনুষ্ঠানের মঞ্চে নয়, মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে। নতুন বছরে গাছ লাগানোর সংকল্প নিয়ে সবাই ফিরে গেছেন ঘরে—যেন প্রতিটি বাড়ির আঙিনা, প্রতিটি পথ, প্রতিটি মনের কোণে একটু করে বেশি সবুজ জন্ম নেয়।

প্রকৃতিকে বাঁচানোর এই অঙ্গীকারই ‘সিঞ্চন’-এর রবিবারের উৎসবকে দিয়েছে আরও গভীর তাৎপর্য—
একটি সবুজ ভবিষ্যতের প্রত্যাশা।