নিজস্ব প্রতিবেদন:
“স্বদেশকে ভালোবাসাই সর্বোচ্চ সাধনা”, “মানবসেবা ছাড়া দেশসেবা অসম্পূর্ণ”— বিপ্লবী বাঘাযতীনের এই অমর বাণীগুলো আজও নবপ্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁর অদম্য সাহস, মানবিকতা এবং আত্মত্যাগ স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

১৮৭৯ সালের ৭ই ডিসেম্বর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্ম হয়েছিল এই মহান বিপ্লবী বাঘাযতীনের— প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখার্জি। পিতা উমেশ চন্দ্র মুখার্জি এবং মাতা শরৎ শশী মুখার্জি। মায়ের ইচ্ছাতেই শিক্ষার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা ও মানবসেবার মধ্যে বড় হন তিনি। দেশপ্রেমের প্রথম পাঠও তিনি পান মায়ের কাছ থেকেই।
শৈশব থেকেই অদম্য সাহস, জেদ এবং অসাধারণ শারীরিক শক্তির জন্য পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ। পরবর্তীতে স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে তিনি মানবসেবার ব্রত ও নিখাদ দেশপ্রেমকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সমাজসেবক, নির্ভীক বিপ্লবী ও প্রকৃত স্বাধীনতা সংগ্রামী।
দার্জিলিং জেলা, বিশেষ করে শিলিগুড়ির সঙ্গে তাঁর সম্পর্কও গভীর। শিলিগুড়ির বিখ্যাত বাঘাযতীন পার্ক তাঁর স্মৃতিতেই আজও অটুট। ১৯০৮ সালে অনুশীলন সমিতি গঠনের উদ্দেশ্যে দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি টাউন স্টেশনে অসুস্থ এক ব্যক্তির জন্য জল আনতে গিয়ে এক ইংরেজ সাহেবের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর কয়েকজন ব্রিটিশ অফিসার তাঁকে অপমানজনক ভাষায় গালি দেয় ও অন্য এক ব্যক্তিকে বেত্রাঘাত করে। প্রতিরোধে একাই তিনি চারজন ইংরেজ অফিসারকে ঘায়েল করেন। এই ঐতিহাসিক ঘটনার স্মরণেই পরবর্তীতে শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক প্রতিষ্ঠিত হয়।
রবিবার সেই বাঘাযতীন রোডেই বিপ্লবী বাঘাযতীনের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানায় অবকাশ নামে একটি সামাজিক সংগঠন। সংস্থার বয়স্ক সদস্যরা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তাঁরা দাবি তোলেন— বাঘাযতীন পার্কের পাশে যতীন্দ্রনাথ মুখার্জির একটি মর্মর মূর্তি স্থাপন করা হোক, যাতে আগামি প্রজন্ম তাঁর অবয়ব দেখে তাকে আরও গভীরভাবে জানতে পারে।
বিশেষ দিনটি উপলক্ষে অবকাশের সদস্যরা এলাকার গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণও করেন। মানবসেবা ও দেশপ্রেমে অনুপ্রাণিত এই উদ্যোগ দিনটিকে আরও তাৎপর্যময় করে তোলে।
অনুষ্ঠানে অবকাশের তরফে উপস্থিত ছিলেন গোকূল বারুই,রনজিৎ গুহ,রুপম দত্ত, সুভাষ গাঙ্গুলি, কার্তিক ঘোষাল,অজিত ঘোষ,নৃপেন্দ্রচন্দ্র সরকার, জীবনকৃষ্ণ পুরকায়স্থ, শক্তি চক্রবর্তী, বিজ্ঞান রায়,নয়ন মিত্র, মনীশ বসুরায়,রাখাল ঘোষরায়,জে কে শর্মা, বিপ্রদাস ঘোষাল,দেবব্রত বসু,প্রবীর রায়,রতন ভৌমিক, কুমার ভট্টাচার্য, প্রকাশ চন্দ্র রাহা,সাধন সরকার, বিমান সোম,বাবিন,সন্তু,তপন দত্ত, সুকুমার পাল,মানিক কুন্ডু,সুকান্ত দাস,মুখার্জিদা,ব্যানার্জিদা,এস দাম,এস সেন,বিমল টেইলর, রনপতি বিশ্বাস, সুরজ পাল,স্টুডিও স্বপ্না।

