নিজস্ব প্রতিবেদন:
গোয়ার একটি নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাগডোগরার ২৪ বছর বয়সী যুবক সুভাষ ছেত্রী। দুই বছর আগে রাঁধুনির কাজ করতে ওই নাইট ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। ঘটনার সময় রান্নাঘরে দায়িত্বে ছিলেন সুভাষ, সেখানেই ঘটে বিস্ফোরণ।

হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকে ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী। পরিবারের একমাত্র সহায় ছিলেন সুভাষ, তাই ছেলের অকালমৃত্যুতে তিনি বাকরুদ্ধ। সুভাষের দিদি উর্মিলা ছেত্রী জানান, প্রথমে খবর চ্যানেলে দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পরে তাঁদের জানানো হয় যে, বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সুভাষের।
পরিবারের অভিযোগ, ক্লাবে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। উর্মিলা ছেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে আজ আমার ভাইকে হারাতে হতো না।” তিনি গোয়া সরকারের কাছে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় মহলেও ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সুভাষের এই মর্মান্তিক মৃত্যু একদিকে যেমন পরিবারের স্বপ্নকে ছিন্নভিন্ন করেছে, তেমনি প্রশ্ন তুলেছে নাইট ক্লাবগুলির নিরাপত্তা ব্যবস্থার ওপরও।

