রাস্তাঘাট উন্নয়নে নতুন মিশন: শিলিগুড়ি মহকুমায় শুরু হচ্ছে ‘পথশ্রী রাস্তা-শ্রী – চতুর্থ পর্যায়’

নিজস্ব সংবাদদাতা; পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে পথশ্রী প্রকল্পের প্রথম তিন দফা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার শুরু হলো নতুন লক্ষ্য— ‘পথশ্রী রাস্তা-শ্রী – ফোর ’। সম্পূর্ণ রাজ্য সরকারের বাজেটে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামাঞ্চলে আরও বিস্তৃত সড়ক নির্মাণ, মেরামত ও আধুনিকীকরণের কাজ করা হবে।

রাজ্যের বিস্তৃত গ্রামীন সড়ক নেটওয়ার্ক, যা বর্তমানে প্রায় ২.৫৫ লক্ষ কিলোমিটার, তা আরও শক্তিশালী ও সুসংহত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পর্যায়ের কাজ বাস্তবায়ন করবে—জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি,পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থা,এবং বিভিন্ন রাজ্য সরকার–নিয়ন্ত্রিত সংস্থা।

এই চতুর্থ পর্যায়ে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় যে সমস্ত রাস্তা নির্মাণ ও উন্নয়ন করা হবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই নতুন রাস্তা নির্মাণ পরিকল্পনা শিলিগুড়ি মহকুমার যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করবে এবং স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে সরকার যে ধারাবাহিকভাবে জোর দিচ্ছে— ‘পথশ্রী রাস্তা-শ্রী – ফোর’ তারই সর্বশেষ উদাহরণ।