নিজস্ব প্রতিবেদন:
দার্জিলিংয়ের তাকদাহ ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে চিতাবাঘের উপস্থিতি সৃষ্টি করল চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের সিসি ক্যামেরায় হঠাৎই ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতা।

ঘটনায় হাসপাতালের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। এলাকাবাসীর দাবি, এই অঞ্চলে মাঝে মধ্যেই চিতাবাঘের আনাগোনা দেখা যায়। চিতার হামলায় প্রায়ই ক্ষতি হয় গৃহপালিত পশুর—বিশেষত কুকুর ও মুরগির।
চলমান এই পরিস্থিতিতে ভয় ছড়িয়ে পড়েছে চারদিকে। সন্ধের পর থেকেই এলাকার অধিকাংশ মানুষই নিরাপত্তার খাতিরে বাড়ির দরজা বন্ধ করে ঘরে অবস্থান করছেন।
হাসপাতাল চত্বরে হঠাৎ চিতার উপস্থিতি প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তাও সামনে এনে দিল।

