বড়দিনের আনন্দে মেতেছে দেবীঝোরা—ইমাকুলেট চার্চের উদ্যোগে ৩ কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রা

 সুবল গোপ, চোপড়া,উত্তর দিনাজপুর: বড়দিন উদযাপনের আনন্দে রবিবার উৎসবমুখর হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দেবীঝোরা এলাকা। দেবীঝোরা ইমাকুলেট চার্চের উদ্যোগে এবং খ্রিস্টান যুবক-যুবতীদের সক্রিয় আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

 

দেবীঝোরা বটতলা মোড় থেকে শোভাযাত্রার সূচনা হয়। সবুজে ঘেরা চা বাগানের মাঝ দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রাটি এসে শেষ হয় দেবীঝোরা সুন্দরনগর ইমাকুলেট চার্চ প্রাঙ্গণে। পথে পথে নৃত্য ও সংগীতের তালে তালে উৎসবের আবহে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

 

এই শোভাযাত্রায় খ্রিস্টান সম্প্রদায়ের যুবক-যুবতীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন। চার্চের ফাদার ও সিস্টার সহ সব বয়সের কয়েক শতাধিক খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ উপস্থিত থেকে বড়দিনের আগাম উদযাপনে সামিল হন।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে ভিক্টর বারলা জানান, উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম বড়দিন উপলক্ষে আগাম প্রস্তুতি সভা ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হলো দেবীঝোরা ইমাকুলেট চার্চে।শোভাযাত্রাটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন চোপড়া থানার কাঁচাকালী ফাঁড়ির পুলিশ