নিজস্ব প্রতিবেদন:
ভারতীয় মার্শাল আর্টের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শিলিগুড়িতে। কুডো মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন, শিলিগুড়ির উদ্যোগে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ ও ঐতিহাসিক ব্রাজিলিয়ান জিউ-জিৎসু সেমিনার ও ট্রেনিং ক্যাম্প। এই ধরনের আন্তর্জাতিক মানের বি.জে.জে. প্রশিক্ষণ শিবির এই প্রথমবার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে।

এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে সোমবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান বিশ্বখ্যাত ADCC চ্যাম্পিয়ন মিকো হাইটোনেন (Miko Hytönen) এবং ইউরোপের অন্যতম শীর্ষ BJJ প্রশিক্ষক ও প্রভাবশালী ব্যক্তিত্ব সানতেরি লিলিয়াস (Santeri Liljus)। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান কুডো মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক সেনসি সহদেব বর্মন।
মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মূল প্রশিক্ষণ কার্যক্রম।
১৬ ও ১৭ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি প্যালেসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।১৮ ডিসেম্বর প্রশিক্ষণ শিবিরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ভক্তিনগর, পাইপলাইন সংলগ্ন, ওয়ার্ড নম্বর ৩৫-এ অবস্থিত কুডো মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রে।
এছাড়াও ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অতিথিরা শিলিগুড়ির বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ সেশন-এ অংশ নেবেন, যা আগামী প্রজন্মকে মার্শাল আর্টের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই প্রসঙ্গে সেনসি সহদেব বর্মন বলেন,“শিলিগুড়ির মতো একটি শহরে বিশ্বের সেরা BJJ প্রশিক্ষকদের উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশেষ করে সানতেরি লিলিয়াস একজন ADCC চ্যাম্পিয়নের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ব্ল্যাক বেল্ট এবং ইউরোপের অন্যতম জনপ্রিয় BJJ ইনফ্লুয়েন্সার।
তাঁর উদ্ভাবনী কৌশল, শক্তিশালী উপস্থাপনা ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ শৈলী বিশ্বজুড়ে সমাদৃত। এই প্রশিক্ষণ শিবির ভারতের মার্শাল আর্ট চর্চার ক্ষেত্রে এক মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও জানান, “এই আন্তর্জাতিক স্তরের আয়োজন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং যুবসমাজকে মার্শাল আর্টের দিকে আকৃষ্ট করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, সংবাদমাধ্যম এই ঐতিহাসিক মুহূর্তটিকে যথাযথভাবে তুলে ধরবে।”
উল্লেখ্য, এই প্রশিক্ষণ শিবির শুধুমাত্র শিলিগুড়ি নয়, সমগ্র ভারতের মার্শাল আর্ট অনুশীলনকারীদের কাছে এক বিরল সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

