নিজস্ব প্রতিবেদন:
আন্তর্জাতিক স্তরে আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির বিশিষ্ট চিত্রসাংবাদিক ও সৃজনশীল শিল্পী ডঃ কৌশিক দাশগুপ্ত। বেঙ্গালুরুর তাজ যশবন্তপুরে অনুষ্ঠিত Global Awards for Excellence 2025 অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হয় মর্যাদাপূর্ণ “Certificate of Journalistic Excellence”।

ইংল্যান্ডভিত্তিক সংস্থা Global Book of Excellence-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ৫৫ জনেরও বেশি কৃতী ব্যক্তিত্বকে তাঁদের অনন্য অবদান ও সমাজে ইতিবাচক প্রভাবের জন্য সম্মানিত করা হয়।
ভিজ্যুয়াল জার্নালিজমের ক্ষেত্রে ডঃ দাশগুপ্তের সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং, শিল্পসম্মত নিখুঁততা এবং বাস্তব সত্যকে শক্তিশালী চিত্রভাষার মাধ্যমে তুলে ধরার অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই আন্তর্জাতিক সম্মান প্রদান করা হয়। তাঁর কাজ আধুনিক চিত্রসাংবাদিকতার ক্ষেত্রে এক শক্ত ভিত্তি গড়ে তুলেছে এবং সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত বিশেষজ্ঞদের।
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে ডঃ কৌশিক দাশগুপ্ত সমাজের বাস্তব রূপকে ক্যামেরার লেন্সে ধরে আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপন করেছেন। পাশাপাশি তাঁর অভিনব রিভার্স মিরর রাইটিং শিল্পকর্মের মাধ্যমে গড়া একাধিক বিশ্বরেকর্ড তিনি দেশের বীর শহিদদের প্রতি উৎসর্গ করেছেন, যা তাঁকে শিল্পী হিসেবেও আলাদা পরিচিতি এনে দিয়েছে।
চেন্নাই বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে সম্মানসূচক ডক্টরেট প্রাপ্ত ডঃ দাশগুপ্ত এর আগে India Star Independent Award এবং গোয়ার Kala Academy থেকে লাইভ আর্টে বিশেষ সম্মান লাভ করেছেন। সংগীত, আবৃত্তি, চিত্রকলা, ইন্টেরিয়র ডেকোরেশন ও অভিনব শিল্পকর্মে সমান দক্ষ এই বহুমুখী প্রতিভা সামাজিক ও কমিউনিটি কর্মকাণ্ডেও নিয়মিত প্রশংসিত হয়ে আসছেন। এছাড়াও বেঙ্গালুরুতে ম্যারাথনে পদকজয়ী হিসেবেও তাঁর নাম উল্লেখযোগ্য।
এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি পদ্মশ্রী ডঃ সৈয়দ কিরমানি, যাঁকে তাঁর দীর্ঘ ও ঐতিহাসিক ক্রীড়া জীবনের স্বীকৃতিস্বরূপ Lifetime Achievement Award প্রদান করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন অশিত মোহন প্রসাদ আইপিএস (প্রাক্তন ডিজিপি), দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কারুণ্যা রাম, আন্তর্জাতিক চিত্রশিল্পী পৃথ্বীরাজ চৌধুরী, ইতিহাসবিদ ডঃ বিক্রম সম্পথ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হুইলচেয়ার ওয়ারিয়র ডঃ সাই কৌস্তুভ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
সামগ্রিকভাবে, এই আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রের কিংবদন্তি ও সমাজপরিবর্তনকারী ব্যক্তিত্বদের এক মঞ্চে এনে উৎকর্ষ, অনুপ্রেরণা ও মানবিক মূল্যবোধের এক শক্তিশালী বার্তা তুলে ধরেছে।
বিশেষজ্ঞ মহলের মতে, Global Book of Excellence-এর এই স্বীকৃতি শুধু ডঃ কৌশিক দাশগুপ্তের ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিলিগুড়ি ও সমগ্র বাংলার চিত্রসাংবাদিক সমাজের জন্য এক গর্বের মুহূর্ত। তাঁর সৃজনশীলতা, নিষ্ঠা ও দায়বদ্ধ সাংবাদিকতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার পথপ্রদর্শক হয়ে থাকবে।

