নিজস্ব প্রতিবেদন: ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ করার লক্ষ্যে দার্জিলিং জেলায় শুরু হলো Special Intensive Revision (SIR)। আগামী ১ জানুয়ারি ২০২৬-কে যোগ্যতার তারিখ ধরে এই সংশোধনী প্রক্রিয়া চালানো হচ্ছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়েছে জেলা প্রশাসনের প্রেস নোট।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রয়েছে মোট ৫টি বিধানসভা কেন্দ্র—
২৩ নম্বর দার্জিলিং,
২৪ নম্বর কার্শিয়াং
২৫ নম্বর মাটিগাড়া–নকশালবাড়ি (এসসি)
২৬ নম্বর শিলিগুড়ি
২৭ নম্বর ফাঁসিদেওয়া (এসটি)
২৭ অক্টোবর ২০২৫ অনুযায়ী মোট ভোটার সংখ্যা:
জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১২,৯২,৮৫৭ জন।
এর মধ্যে—
পুরুষ ভোটার: ৬,৪১৫৩২ জন
মহিলা ভোটার: ৬,৫১২৯১ জন
তৃতীয় লিঙ্গ: ৩৪ জন
১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী খসড়া ভোটার তালিকা:
১৬ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১,৭০,৬৪৩ জন।
পুরুষ ভোটার: ৫,৮৮২৯৮০ জন
মহিলা ভোটার: ৫,৮৭৬৩৩ জন
তৃতীয় লিঙ্গ: ৩০ জন
১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জেলায় মোট ৭,৭৩৯ জন পরিষেবা ভোটার রয়েছেন।
পুরুষ: ৭,৫৫৭ জন
মহিলা: ১৮২ জন
ভোটকেন্দ্রের সংখ্যা
দার্জিলিং জেলায় বর্তমানে মোট ১,৪৬৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।
লিঙ্গ অনুপাত
২৭ অক্টোবর ২০২৫ অনুযায়ী লিঙ্গ অনুপাত: ১০১৫
১৬ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী লিঙ্গ অনুপাত: ১০০৮
এসআইআর-এর সংশোধিত সময়সূচি:
নির্বাচন দপ্তর অনুসারে এসআইআর-এর সময়সূচি নিম্নরূপ—
খসড়া ভোটার তালিকা প্রকাশ:
১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
দাবি ও আপত্তি জানানোর সময়:
১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
নোটিস, শুনানি ও যাচাই পর্ব:
১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:
১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার)
কেন গুরুত্বপূর্ণ এই SIR?
এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, নতুন যোগ্য ভোটারের নাম সংযোজন, ঠিকানা সংশোধনসহ ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্বাচন দপ্তর সাধারণ মানুষকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানানোর আহ্বান জানিয়েছে।
ভোটাধিকার সুরক্ষিত রাখতে ও গণতন্ত্রকে শক্তিশালী করতে এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
দার্জিলিং জেলায় এই মুহূর্তে নির্বাচন বিভাগের তথ্য অনুযায়ী
জেলায় মোট ভোটারের সংখ্যা ১২,৯২,৮৫৭ জন।
এর মধ্যে—
ডিজিটাইজড এনুমারেশন ফর্ম: ১১,৭০,৬৪৩টি (৯০.৫৫%)
নিজে ম্যাপ করা ভোটার: ৪,৫৪,৬৯৮ জন (৩৫.১৭%)
প্রজেনি (Progeny) হিসেবে ম্যাপ করা ভোটার: ৫,৯৪,৫৮৬ জন (৪৫.৯৯%)
ম্যাপিং ছাড়াই ডিজিটাইজড ভোটার: ১,২১,৩৫৯ জন (৯.৩৯%)
সংগ্রহ করা যায়নি এমন এনুমারেশন ফর্ম
মোট ১,২২,২১৪টি (৯.৪৫%) এনুমারেশন ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি।
এর মধ্যে—
মৃত ভোটার: ৪৯,৯৪৯ জন (৩.৮৬%)
অনুপস্থিত / খোঁজ না পাওয়া: ৩৪,৩৯১ জন (২.৬৬%)
স্থায়ীভাবে স্থানান্তরিত: ৩৪,৭৬৩ জন (২.৬৯%)
ইতিমধ্যেই নথিভুক্ত: ২,৫৮৯ জন (০.২০%)
অন্যান্য (ফর্ম জমা না ইত্যাদি): ৫২২ জন (০.০৪%)
জনসাধারণের জন্য তথ্য পরিদর্শনের ব্যবস্থা
অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট ভোটারদের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস, পুরসভা অফিস, ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অফিস ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ERO) দপ্তরের নোটিস বোর্ডে জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও এই তালিকা পাওয়া যাবে দার্জিলিং জেলা নির্বাচন আধিকারিক ও পশ্চিমবঙ্গের সিইও-র সরকারি ওয়েবসাইটে।
রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের হাতে খসড়া ভোটার তালিকার কপি তুলে দেওয়া হয়েছে।
ভোটাররা চাইলে—
নিজেদের নাম বিএলও (BLO)-র কাছে থাকা খসড়া তালিকায় খুঁজতে পারবেন
ECINET মোবাইল অ্যাপ, voters.eci.gov.in অথবা CEO West Bengal-এর ওয়েবসাইটে নাম যাচাই করতে পারবেন
নাম না থাকলে কী করবেন?
যদি খসড়া ভোটার তালিকায় নাম না থাকে—
ফর্ম ৬ (Annexure IV সহ) জমা দেওয়া যাবে
অনলাইনে আবেদন করা যাবে voter.eci.gov.in বা ECINET অ্যাপ-এর মাধ্যমে
দাবি ও আপত্তি জানানোর সময়সীমা
ভোটাররা ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) থেকে ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন।
নতুন ভোটার অন্তর্ভুক্তি: ফর্ম ৬
প্রবাসী ভোটার: ফর্ম ৬A
তথ্য সংশোধন / স্থানান্তর / EPIC কার্ড প্রতিস্থাপন: ফর্ম ৮
নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি: ফর্ম ৭
আপিলের সুযোগ
ইআরও (ERO)-র সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে—
১৫ দিনের মধ্যে জেলা শাসকের কাছে আপিল করা যাবে (RP Act, 1950-এর ধারা ২৪(ক))
প্রথম আপিলের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সিইও-র কাছে দ্বিতীয় আপিল করা যাবে (ধারা ২৪(খ))
ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সময়ের মধ্যে নিজের নাম ও তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে নির্বাচন দপ্তর।

