নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক মার্শাল আর্ট জগতের পরিচিত মুখ, ব্রাজিলিয়ান জিউ-জিৎসুর প্রখ্যাত প্রশিক্ষক মিকো হাইটোনেন সোমবার শিলিগুড়িতে পৌঁছান। মঙ্গলবার বিকেলে তিনি সেবক রোডে উত্তরবঙ্গ মারওয়াড়ি প্যালেসে আয়োজিত বিশেষ জিউ-জিৎসু প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। এই শিবিরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করে।

এদিন মিকো হাইটোনেন বিধান নগরের মুরলীগঞ্জ হাই স্কুলেও উপস্থিত হন। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের হাতে তিনি সংবর্ধিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুডো প্রশিক্ষক সেনসি সহদেব বর্মন। তিনি জানান, স্পেন থেকে আগত এই আন্তর্জাতিক প্রশিক্ষকের সরাসরি প্রশিক্ষণ পাওয়া শিলিগুড়ির মার্শাল আর্ট অনুরাগীদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।
জানা গেছে, ১৬ ও ১৭ ডিসেম্বর উত্তরবঙ্গ মারওয়াড়ি প্যালেসে এই বিশেষ ঐতিহাসিক ব্রাজিলিয়ান জিউ-জিৎসু সেমিনার ও ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছপ। এরপর ১৮ ডিসেম্বর ভক্তিনগর পাইপলাইন এলাকায় অবস্থিত সেনসি সহদেব বর্মনের কোচিং কার্যালয়ে উপস্থিত থাকবেন মিকো হাইটোনেন।
উল্লেখ্য, জিউ-জিৎসু একটি প্রাচীন জাপানি মার্শাল আর্ট, যেখানে শক্তির চেয়ে কৌশল ও বুদ্ধিমত্তার প্রয়োগে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেওয়া হয়। এই ধারার আধুনিক রূপ হলো ব্রাজিলিয়ান জিউ-জিৎসু বা BJJ, যা মূলত গ্রাউন্ড ফাইটিং, গ্র্যাপলিং, লক ও চোক টেকনিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমানে এটি আত্মরক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শিবিরকে ঘিরে স্থানীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সকলের মতে, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তায় আরও সমৃদ্ধ করবে।

